কোর্স রেজিস্ট্রেশন পুণঃবিজ্ঞপ্তি
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ/ইনস্টিটিউট এর চলমান শিক্ষাবর্ষের সেমিস্টারসমূহের স্নাতক পরীক্ষার্থীগণ https://mysust.sust.edu এই লিংকে লগইন করে অনলাইনে কোর্স রেজিস্ট্রেশন ও ক্রেডিট ফি জমাদানের সময়সীমা আগামী ৩১/০৮/২০২৫ তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো।
নির্ধারিত তারিখের পর প্রথম ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে রেজিস্ট্রেশন করলে বিলম্ব ফি ১০০/- (এক শত) টাকা।
উক্ত ০৭ কার্যদিবস অতিক্রান্ত হওয়ার পর থেকে সংশ্লিষ্ট সেমিস্টার পরীক্ষা শুরু হওয়ার পূর্ববর্তী ০৩ (তিন) কার্যদিবস পর্যন্ত রেজিস্ট্রেশন করলে বিলম্ব ফি ২০০/- (দুই শত) টাকা।
পরীক্ষা নিয়ন্ত্রক